সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মৃত্যুর বিনিময়ে প্রেমের LIFE AGAINST LOVE নৃত্যটি দেখুন↓

আগে মৃত্যু পরে প্রেম হাইরে কাহিনী। চুপি চুপি বল কেউ জেনে জাবে গানের পরে ডায়ালগটি শুনুন........... 

এটা আমি কি দেখলাম↓ আমি হতাস কেউ আমার মাথায় পানি দেন?

এটা কেমন সম্মেলন। এটা আমার জন্য দুরভাগ্য এবং সুভাগ্য দুটাই মনে করি। কেননা ১>দুর্ভাগ্য জিবনে  এমন ধরনের সম্মলনে কোনদিন যেতে পারি নাই। জিবনে অনেক সম্মলনে গিয়েছি কিন্তু এমন সম্মলনে যাওয়ার ভাগ্য আমার হয় নাই. । ২>সুভাগ্য আবার সুভাগ্য মনে করি এজন্য যে এখানে যারা যাবে সবাই চোর। সে যতই ভালো হোক এই সম্মলনে গেলে অন্য চোররা ভাববে এই নতুন লোকটাও চোর তাই আমাদের সম্মেলনে এসেছে। এজন্য না যাওয়া টাও আমার জন্য ভালো। সর্বোপরি আমি অবাক এমন সম্মলের বেনার দেখে। আমার আরো একটা দুর্ভাগ্য যে এটা ২য় সম্মেলন প্রথমটা দেখার সৌভাগ্য আমার হয় নাই। আমি অবাক আর কতো কি যে দেখমু বাংলাদেশে।

গোসখোর শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন সংসত সদস্য ভাবলু। বিস্তারিত ↓

শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন তিনি গোসখান। অর্থাৎ অনেক মন্ত্রী ঘোসখায়.....

মন কারিয়া নিব || MON KARIA BANGLA NEW SONG & DANCE 2018

এমন নাচনা দিয়া নেব মন কারিয়া ছমছম ছমছম ছমছমাছম গুঙ্গুর বাজাইয়া..... অসাধারণ মত মাতানোর মতন নৃত্যটি দেখুন

মন খারাপ? আপনি কি হাসতে চান? তাহলে এই ভিডিও টি আপনার জন্য

প্রেমের ওয়াজ হাসতে যে হবেই, এই প্রথম বাংলা ভাষায় প্রেমের ওয়াজ প্রকাশ পেল। মুলত হাসার জন্য এমন করে বলা হয়েছে আসলে এমন ভাবে বলাটা মনে হয় ঠিক হয়নি। তবে মানুষের মন ভাল করার জন্য এমন বলা হয়েছে। ধন্যবাদ 

আপনি দেখেছেন কি জলঘূর্ণী উৎপত্তী দেখুন সাগরের কোথা থেকে কিভাবে হয়

জিবনের প্রথম দেখলাম জলঘূর্ণী। জলঘূর্ণী উৎপত্তী দেখুন সাগরের কোথা থেকে কিভাবে হয়

৩৮ তম বিসিএস পরিক্ষার ফলাফল ঘোষণা.....

মঙ্গলবার সকালে বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘ফল মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই হবে। যত আগে পারব ফল প্রকাশ করব।’ গত বছরের ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী। এর আগে এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন। পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০ পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯ এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। সংগ্রহে —মোঃ ইউসুফ আলী।

দেখুন কিভাবে সিরিয়াতে অনবরত পানি জরছে গাছ থেকে দিনরাত

অবিশ্বাস হলেও সত্য যে সিরিয়াতে একটি গাছ থেকে অনবরত পানি জড়ছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না....... দেখুন↓ আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাব্সক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ 

প্রকাশে দিনের বেলা কিভাবে কিডন্যাপ করছে দেখুন↓

এমন সাহস কিকরে হয় যে প্রকাশে দিনের বেলা কিডন্যাপ করছে দেখুন।

বাইস(২২) বছর যাবত লালন করা কচ্ছপ কে বিদায় বেলা

মা--রে---আমারে লুকিয়ে রাখ তর আচল তলে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, গত ২২ টি বছর ধরে লালন পালন করছে এই মা- কচ্ছপটিকে,, নিজের সন্তানের মতই দেখাশুনা করে এই মা।কচ্ছপ টি ও এই মার পিছন পিছন ঘুরতো।মাঝে,,মাঝে,,বাড়ির পিছনের পুকুরে চলেযেতো।মার-কথা মনে হলেই দৌড়ে মার কাছে চলে আসতো,,এভাবেই কাটছিলো মমতার মাফকাঠি।হঠাৎ ঝড় এলো,,বনবিভাগের লোকজন হাজির হলো তফুরন বিবির বাসায়।বন্যপ্রানী সংরক্ষন আইনে মিঠা পানির কচ্ছপটিকে তাদের হেফাজতে নিয়েনিলো।তাইতো বিদায় বেলায় অসহায় এই মা অশ্রস্বজল চোখে বিদায় দিচ্ছে।সেই ২২ বছর আগে পুকুর ঘাটথেকে ছোট কচ্ছপটিকে বাড়িতে এনেছিলো,,তারপর থেকে কচ্ছপটি এই মার-কাছেই থেকেযায়। (মমতা অনেক কঠিন জিনিস)

তোমার মন || tumar mon || SONIA || BENGALI NEW SONG 2018

অনেক সাধনার পড়ে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন...........

তোর মালা দেয় বন্ধু জ্বালারে মালা রাখব না মালা রাখব না রে

অসাধারণ একটি মন জুরানো গান মালা রাখব না। তোর মালাই দেয় বন্ধু জালা রে মালা রাখবনা মালা রাখবনারে.....................