চীন দেশে স্কুল থেকেই
স্টুডেন্টদের হাতে তুলে দেওয়া হয়
প্রযুক্তি নির্বর বই এবং প্রেকটিকেল কাজ করার
জন্য উৎসাহ। আমাদের দেশেও এমন শিক্ষা
ব্যবস্থা পরিচালনা করা উচিত । তাহলে উন্নত বিশ্বের
মত আমাদের দেশ থেকেও তৈরি হবে
ক্ষুদে বিজ্ঞানী । যাদের তৈরি কৃত প্রযুক্তি
নির্বর পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে
রপ্তানি করা সম্ভব হবে । শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তন
সাধন হলে নিঃশন্দেহে উন্নত বিশ্বের মত
বাংলাদেশ ও কয়েক ধাপ এগিয়ে যাবে ।
তিনি জেন আরো ভালো উন্নত কিছু বানাতে পারেন এবং আমাদের মাজে তার ভাল জায়গা করে নিতে পারেন
তার সুস্থতা কামনা করি সবাই। আমিন।।।।।
স্টুডেন্টদের হাতে তুলে দেওয়া হয়
প্রযুক্তি নির্বর বই এবং প্রেকটিকেল কাজ করার
জন্য উৎসাহ। আমাদের দেশেও এমন শিক্ষা
ব্যবস্থা পরিচালনা করা উচিত । তাহলে উন্নত বিশ্বের
মত আমাদের দেশ থেকেও তৈরি হবে
ক্ষুদে বিজ্ঞানী । যাদের তৈরি কৃত প্রযুক্তি
নির্বর পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে
রপ্তানি করা সম্ভব হবে । শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তন
সাধন হলে নিঃশন্দেহে উন্নত বিশ্বের মত
বাংলাদেশ ও কয়েক ধাপ এগিয়ে যাবে ।
স্নেহ ভাজন ভাইটির নাম মোঃ আসিফ। তিনি টানা ১ বছর ধরে চেস্টা করতেছেন নতুন কিছো উদ্বাবন করার জন্য।
আশা রাখি তার চেস্টার কিছুটা হলেও সপলতার ধারে এগোচ্চে।
আমি মন খুলে ভাইটির জন্য দোআ করিতিনি জেন আরো ভালো উন্নত কিছু বানাতে পারেন এবং আমাদের মাজে তার ভাল জায়গা করে নিতে পারেন
তার সুস্থতা কামনা করি সবাই। আমিন।।।।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন