সম্মানিত গ্রাহক,
বজ্রপাত থেকে আপনাদের রাউটার ও কম্পিউটার
রক্ষা করতে চাইলে বজ্রপাতের সময় ইন্টারনেট
ক্যাবল ও কারেন্টের ক্যাবল খুলে রাখুন।
অযথা সারা
রাত রাউটার চালু না রেখে কাজ শেষ হলে বন্ধ
করে রাখা ভাল।
বজ্রপাতের ফলে রাউটারের যে
সকল সমস্যা হতে পারে তা হলঃ
১. রাউটারের কোন লাইট না জ্বলা
২. ইন্টারনেট ক্যাবল খুলে ফেললেও লাইট
জ্বলে থাকা
৩. ইন্টারনেট ক্যাবল লাগানোর পরেও লাইট না
জ্বলা
৪. রাউটার চালু থাকলেও মোবাইলের সাথে
কানেক্ট না হওয়া
৫. রাউটার চালু থাকলেও ইন্টারনেট না থাকা
৬. ইন্টারনেট থাকালেও অতিরিক্ত ধীরগতি থাকা
আপনার যদি এই ধরনের কোন সমস্যা হয়ে থাকে
তাহলে রাউটারটি নিয়ে অফিসে গেলে
সেটি পরীক্ষা করে দেখে সমস্যা সমাধান দিবেন।
তবে দয়া
করে আপনার নষ্ট রাউটারটি থেকে ইন্টারনেট
সংযোগ খুলে রাখুন। কারন নষ্ট রউটারের জন্য
সম্পুর্ন নেটওয়ার্কে সমস্যা হয়ে থাকে।
আশা করি সবাই সতর্ক হবেন।
ভাল লাগলে শেআর করবেন সবাইকে জানার সু্ুযোগ দিবেন।
বজ্রপাত থেকে আপনাদের রাউটার ও কম্পিউটার
রক্ষা করতে চাইলে বজ্রপাতের সময় ইন্টারনেট
ক্যাবল ও কারেন্টের ক্যাবল খুলে রাখুন।
অযথা সারা
রাত রাউটার চালু না রেখে কাজ শেষ হলে বন্ধ
করে রাখা ভাল।
বজ্রপাতের ফলে রাউটারের যে
সকল সমস্যা হতে পারে তা হলঃ
১. রাউটারের কোন লাইট না জ্বলা
২. ইন্টারনেট ক্যাবল খুলে ফেললেও লাইট
জ্বলে থাকা
৩. ইন্টারনেট ক্যাবল লাগানোর পরেও লাইট না
জ্বলা
৪. রাউটার চালু থাকলেও মোবাইলের সাথে
কানেক্ট না হওয়া
৫. রাউটার চালু থাকলেও ইন্টারনেট না থাকা
৬. ইন্টারনেট থাকালেও অতিরিক্ত ধীরগতি থাকা
আপনার যদি এই ধরনের কোন সমস্যা হয়ে থাকে
তাহলে রাউটারটি নিয়ে অফিসে গেলে
সেটি পরীক্ষা করে দেখে সমস্যা সমাধান দিবেন।
তবে দয়া
করে আপনার নষ্ট রাউটারটি থেকে ইন্টারনেট
সংযোগ খুলে রাখুন। কারন নষ্ট রউটারের জন্য
সম্পুর্ন নেটওয়ার্কে সমস্যা হয়ে থাকে।
আশা করি সবাই সতর্ক হবেন।
ভাল লাগলে শেআর করবেন সবাইকে জানার সু্ুযোগ দিবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন