সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

blue---whale সম্পর্কে বিস্তারিত জানতে এখনি ক্লিক করোন

' ব্লু হোয়েল ' বা Blue whale এর অর্থ নীল তিমি । নীল তিমিরা মৃত্যুর আগে সাগরের তীরে উঠে আসে - তারা আত্মহত্যা করে বলে অনেকের ধারণা ! একারণেই গেমের নাম রাখা হয়েছে ' Blue whale ' বা নীল তিমি ।  মনে রাখবেন - গেমটি বাধ্য করে তার ইনস্টলকারীকে সবগুলো স্তর খেলার জন্য । ' ব্লু হোয়েল ' গেমটি ৫০ টি লেভেলে বিভক্ত । F57 নামক রাশিয়ান হ্যাকার টিম গেমটি তৈরি করে । ২০১৩ সালে তৈরি হয়েছিলো গেমটি , কিন্তু ২০১৫ সালে VK. com নামক সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পায় এবং প্রচুর ডাউনলোড হয় গেমটি । ফিলিপ বুদেকিন নামক রুশ হ্যাকার যে কিনা সাইকোলজির ছাত্র ছিলো এবং ভার্সিটি থেকে বহিষ্কার হয়েছিলো - তার মাথার বুদ্ধি থেকেই জন্ম নেয় এই গেমটি । রাশিয়ান আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের পর সে জানায় হতাশাগ্রস্হদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্যই সে গেমটি বানিয়েছে ।  হতাশা গ্রস্হদের পৃথিবীত বেঁচে থাকার কোনো অধিকার নেই । রাশিয়ায় এ গেম খেলে মৃতের সংখ্যা ১৫১ জন , এবং রাশিয়ার বাইরে মারা গেছে ৫০ জন । জুলিয়া ওভা ও ভের্নিকা ওভা নামক দুই বোন প্রথম এই গেইমের ...