সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

blue---whale সম্পর্কে বিস্তারিত জানতে এখনি ক্লিক করোন

' ব্লু হোয়েল ' বা Blue whale এর অর্থ নীল তিমি
। নীল তিমিরা মৃত্যুর আগে সাগরের তীরে উঠে
আসে - তারা আত্মহত্যা করে বলে অনেকের
ধারণা ! একারণেই গেমের নাম রাখা হয়েছে ' Blue
whale ' বা নীল তিমি ।

 মনে রাখবেন - গেমটি বাধ্য
করে তার ইনস্টলকারীকে সবগুলো স্তর খেলার
জন্য ।


' ব্লু হোয়েল ' গেমটি ৫০ টি লেভেলে বিভক্ত
। F57 নামক রাশিয়ান হ্যাকার টিম গেমটি তৈরি করে ।


২০১৩ সালে তৈরি হয়েছিলো গেমটি , কিন্তু ২০১৫
সালে VK. com নামক সোশ্যাল মিডিয়ায় তুমুল
জনপ্রিয়তা পায় এবং প্রচুর ডাউনলোড হয় গেমটি ।


ফিলিপ বুদেকিন নামক রুশ হ্যাকার যে কিনা
সাইকোলজির ছাত্র ছিলো এবং ভার্সিটি থেকে
বহিষ্কার হয়েছিলো - তার মাথার বুদ্ধি থেকেই জন্ম
নেয় এই গেমটি ।
রাশিয়ান আইন শৃঙ্খলা বাহিনী
তাকে গ্রেফতারের পর সে জানায় হতাশাগ্রস্হদের
পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্যই সে
গেমটি বানিয়েছে ।

 হতাশা গ্রস্হদের পৃথিবীত
বেঁচে থাকার কোনো অধিকার নেই ।

রাশিয়ায় এ গেম খেলে মৃতের সংখ্যা ১৫১ জন , এবং
রাশিয়ার বাইরে মারা গেছে ৫০ জন ।

জুলিয়া ওভা ও
ভের্নিকা ওভা নামক দুই বোন প্রথম এই গেইমের
শিকার । গেমটির ৫০ তম লেভেলে গিয়ে ছাদ
থেকে লাফিয়ে ওরা সুইসাইড করেছিলো ।
 জুলিয়া
ওভা মৃত্যুর ঠিক আগে সোশাল নেটওয়ার্কে
নীল তিমির ছবি আপলোড দিয়ে লিখেছিলো - '
The end ! '
গেমটি মূলত একটি ডার্ক ওয়েভের ( dark wave)
গেম ।
ডার্ক ওয়েভ হলো ইন্টারনেটের
অন্ধকার জগৎ । মনে রাখবেন - গেমটি আপনি
একবার ডাউনলোড করলে আর কখনোই
আনইনস্টল করতে পারবেন না ।
গেমটি আপনার
ফোনের সিস্টেমে ঢুকে আপনার আপনার আই পি
এড্রেস , মেইলের পাসওয়ার্ড , ফেসবুক
পাসওয়ার্ড , কনট্যাক্ট লিস্ট , গ্যালারী ফটো এমনকি
আপনার ব্যাংক ইনফর্মেশান ! আপনার লোকেশান ও
তারা জেনে নিচ্ছে !

' ব্লু হোয়েল ' গেম ওপেন করা মাত্র আপনাকে
একজন এডমিন পরিচালনা শুরু করবে ।
আপনাকে
জিজ্ঞেস করবে - ' গেমটি খেলা শুরু করলে
আপনি কোনোভাবেই এর থেকে বেরিয়ে
আসতে পারবেন না , আপনি সর্বশেষে মৃত্যু বরণও
করতে পারেন , আপনি কি চ্যালেন্জ গ্রহন করতে
আগ্রহী ? '
আপনি ইয়েস বা নো অপশনের মধ্যে ' ইয়েস '
অপশন ক্লিক করা মাত্রই পা দিয়ে দেবেন মৃত্যু
ফাঁদে ।

গেমটির প্রথম দশটা লেভেল খুবই আকর্ষনীয় ।

ইউজার এডমিন কিছু মজার মজার নির্দেশনা দেন -
যেমন রাত তিনটায় ঘুম থেকে উঠে হরর ছবি দেখা
, চিল্লাচিল্লি করা , উঁচু ছাদের কিনারায় হাঁটাহাঁটি করা ,
পছন্দের খাবার খাওয়া ইত্যাদি নির্দেশনা দিতে দিতে
এডমিন হাতিয়ে নেবেন আপনার পার্সোনাল
ইনফরমেশন ।

 প্রথম দশ টা লেভেল পার করার পর
আপনাকে তৈরি করা হবে পরবর্তী দশটি
লেভেলের জন্য ।

পনেরো লেভেল পর্যন্ত
চলবে আপনার ইনফরমেশান হাতানোর কাজ !
পনেরো লেভেলের পর আপনাকে কঠিন মিশন
দেয়া শুরু হবে ! যেমন অ্যাডমিন আপনাকে বলতে
পারে আপনার হাতে ব্লেড দিয়ে নীল তিমির ছবি
আঁকুন !
প্রথম বিশটা চ্যালেন্জ অতিক্রম করার পর অ্যাডমিন
তার কৌশল পরিবর্তন করতে শুরু করে ।


আপনি টেরই পাবেন না প্রথম বিশ ধাপে সংগ্রহ
করে ফেলা আপনার তথ্যের উপর ভিত্তি করে
আপনাকে মোহাক্রান্ত বা হিপনোসিস পদ্ধতি
প্রয়োগ শুরু করা হবে ।

আপনি তখন ভাববেন এই গেম ছাড়া আপনার বেঁচে
থাকা অসম্ভব । আপনাকে শীতের দিনে খালি গায়ে
ঘুরতে বলা হবে , বাবার পকেট থেকে টাকা চুরি করা
, বন্ধুর মোবাইল চুরি করা , আপনার সবচেয়ে প্রিয়
বন্ধুটার সাথে দুর্ব্যবহারের মিশন দেয়া হবে
আপনাকে ! আবার এসবের প্রমাণের ছবি বা ফটো
এডমিনকে পাঠাতে হবে আপনার ! এভাবেই কৌশলে
বন্ধু ও পরিবারের সদস্যদের থেকে কৌশলে
আলাদা করে ফেলা হবে আপনাকে এবং আপনি
পৌঁছে যাবেন পঁচিশ লেভেলে !

পঁচিশ লেভেলের পর নির্দেশনা আসবে মাদক বা
ড্রাগ নেবার ! এভাবেই সম্মোহিত করে করে
আপনাকে তিরিশ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে

তিরিশ তম লেভেল আপনি অতিক্রম করার পর গেম
এডমিন হঠাৎ আপনার সাথে একটু চিট শুরু করবে !
একত্রিশ তম লেভেল আনলক করবে না , এদিকে
আপনি হয়ে উঠবেন ক্রেজী !
তারপর কিছুদিন আপনাকে সারপ্রাইজ দিয়ে হঠাৎ এডমিন
- বলবে একত্রিশ তম লেভেল আনলকড ! আপনার
নগ্ন ছবি চাওয়া হবে এই স্তরে ! আপনি হিপনোসিস
ও মাদকের কারণে নিজের নগ্ন ছবি পাঠাতেও চিন্তা
করবেন না , ড্রাগ নেবার র মাত্রা বাড়াতে থাকবেন
আপনি ! এরপর নির্দেশনা আসবে আপনার
ভালোবাসার মানুষের সাথে সেক্স করে
গোপনে ছবি তুলে আপলোড করতে বা নিজের
শরীরে একাধারে শ খানেক সুঁই ফোটাতে এবং
ফটো আপলোড করে পাঠাতে ।

এভাবেই চলে যাবেন আপনি চল্লিশ তম
লেভেলে !
এবার আপনি ভীত হয়ে গেমার টিমকে অনুরোধ
করবেন আপনাকে মুক্তি দেবার জন্য ! আপনি
কাঁদবেন , হাতজোড় করবেন , চাইবেন গেমটি
আনইনস্টল করার জন্য !
তখন শুরু হবে ব্ল্যাকমেইলিং ! গেমার টিম বা এডমিন
তখন আপনারই পাঠানো সকল তথ্য ফাঁস করে দেবার
হুমকি দেবে , আপনি বাধ্য হয়ে প্রবেশ করবেন
একচল্লিশ তম স্তরে !
একচল্লিশ থেকে ঊনপন্চাশ তম লেভেলে
আপনি প্রচন্ড হতাশ আর মাদকাসক্ত হবেন .......
পন্চাশ তম স্তরে আপনাকে মুক্তির শর্ত দেয়া
হবে ! বলা হবে আপনাকে নিজের শরীরে
অ্যানাসথেসিয়ার ড্রাগ ক্যাটামিন পুশ করে তাদের কে
ছবি পাঠাতে এবং নিশ্চিত দশ তলার চেয়েও উঁচু
কোনো ছাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে যদি
সেলফি আপলোড দিতে পারেন তবে আপনি
মুক্ত !
আপনি সেটা পারবেন না আর , কারণ শরীরে পুশ
করা ক্যাটামিন আপনার মস্তিষ্কে চলে যাবে
ততোক্ষণে।

আপনি মোবাইলের স্ক্রীণে
তখন নির্দেশ আসবে - ' নিচের দিকে তাকাও ! লাফ
দাও , মুক্তি পাও ! '


আপনি মুক্তি পেতে গিয়ে আত্মহত্যা করবেন !
এই ব্লু হোয়েল গেমটিতে ব্যবহার করা হয়েছে
চমৎকার গ্রাফিক্স , ব্যাক গ্রাউন্ড মিউজিক ভীষণ
করুন ! All i want ও Ranway গানের মিউজিক ব্যবহার
করা হয়েছে ।


দুটো মিউজিক শুনলেই শরীরের রক্ত হীম
হয়ে যাবে !
সবশেষে বলবো -
এসব আজেবাজে গেম যাতে কেও আপলোড
করবেন না ,
নিজেকে ভালোবাসুন , পরিবারকে সময় দিন ,
জীবনকে ভালোবাসুন ।

আরো জানোন,

বিশ্বাস না হলে একটি প্রমাণ নিন নিচে......

জয়পুর,(বাঁকুড়া): ফের ব্লু হোয়েলে আক্রান্ত
এক ছাত্র।
এত প্রচারাভিযান হওয়া সত্তেও ব্লু
হোয়েলের থাবা পিছু ছাড়ছে না কিশোরদের।

তবে এই গেমে আক্রান্ত হওয়ার পিছনে তার
স্মার্ট ফোন থাকতে হবে এমনটা নয়।
 এমনই এক
উদাহরন রিন্টু দে।

 সে জানিয়েছে তার বন্ধুর
ফোন থেকে গেম নামিয়ে খেলেছে।


তবে রিন্টুর গল্পটা একটু অন্য রকমের।

তাকে
দেখে অনায়াসেই শিক্ষা নিতে পারে আর পাঁচটা
ছেলেমেয়ে।

সে শখের বসেই নামিয়ে ছিল
গেম।   তারপর টাস্ক।    প্রথম টাস্ক পাশ করে সে।

হাতে কেটে নিল তিমি লিখতে হবে।
 তার
পরেরটাতেই টনক নড়ে।
 কাছের কোন বন্ধু বা
বান্ধবিকে আঘাত করতে হবে।
 আর সেই রক্ত
ঝরার ছবি তুলে পাঠাতে হবে। ওইখানে থমকে যায়
রিন্টু হুশ ফিরে আসে। বিরত হয় গেম খেলা
থেকে। তারপর তার এক গৃহশিক্ষকের নজরে
আসে রিন্টুর হাতে ব্লু হোয়েল লেখা।

 সঙ্গে
সঙ্গে খবর দেয় তার বাবাকে। খবর যায় থানায়।
জানা গেছে, রিন্টু কাঁটাগোড় ভগলদীঘি উচ্চ
বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। পড়াশুনাতেও
ভালো।

আজ তার এই ঘটনায় অবাক তার বাবা তাপস দে।
তিনি জানান।
আমি জানতাম আমার ছেলের কাছে
স্মার্ট ফোন নেই মানে সে নিরাপদে আছে।


কিন্তু মোটেই তা হয়নি।

 তাই প্রত্যেক বাবা মায়ের
উচিত তার ছেলেমেয়েদের প্রতি বিশেষ নজর
রাখা।

তা নাহলে যে কোন সময় এই সমস্যায়
পড়বে।
বাস্তব চিত্র দেখলে আরো বিশ্বাসি হবেন।

তাহলে চলুন নিচের ভিডিও টি দেখা হোক

ভিডিওটি দেখতে ছবির ওপর ক্লিক করোন


নিজে সতর্ক হোন।
এবং বন্ধুদের সতর্ক করোন।
ভাল লাগলে শেআর করোন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেসবুকেও নাই e বুকেও নাই।। exclusive dancing boys & girls music video

এক যোগেরও বেশি সময় পরে সাদ্দামের লাস তাজাই পাওয়া গেল

কবর থেকে উঠানো হলো সাদ্দাম হোসেনের লাশ। এতবছর পর একটুও বিকৃত হইনি।  সুবহানআল্লাহ  জালিমের ফাঁসিকাষ্ঠে নিহত ইরাকের প্রেসিডেন্ট লৌহমানব সাদ্দাম হোসেনের কবর পরিবর্তন করতে গিয়ে কবর থেকে উঠানোর পর দেখা গেল সাদ্দাম হোসাইনের দেহ সেই তাজাই রয়ে গেছে। শরীরের কোন অংশে কোন রকম পচন ধরে নাই। সুবহানআল্লাহ। শহীদদের দেহ কোন পোকা-মাকড় খেতে পারেনা।  এবং পচনও ধরে না। সাদ্দাম হোসেনের কবর উড়িয়ে দিল ইরাকি বাহিনী; লাশ গায়েব। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবরে ইরাকি সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে তা গুড়িয়ে দিয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না লাশও। ফ্রান্স ভিত্তিক একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরাকের তুকরিত শহরের আল ওয়াজা এলাকায় অবস্থিত সাদ্দাম হোসেনের কবরের ওপর বোমা হামলা হওয়ায় তা সম্পূর্ণ ধ্বংস হয়েগেছে। সাদ্দাম হোসেনের গোত্র আবু নসরের প্রধান শায়খ মানাফ আলী আন্ নাদা জানিয়েছেন, সাদ্দাম হোসেনের কবরের ছাদের ওপর কথিত সন্ত্রাসীদের লক্ষ্য করে বোমা হামলা চালায় ইরাকের বিমান বাহিনী।  এতে কবরস্থানটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এমনকি সেখানে সাদ্দাম হোসেনের লাশ...

পুরাতন ৩৪টাকা নতুন ৯ টাকায় ১জিবি gp new offer today +9month +9gb unlimited use Internet

সম্মানিত গ্রাহক, gp তে ১ বছরের নতুন সংযোগ কারিরা পাচ্ছেন 34 টাকা রিচার্জ, গ্রাহকরা গ্রামীণফোন নাম্বারে, 0.5 টাকায় / দ্বিতীয় কল রেট এবং 1 টা শব্দ / + দ্বিতীয় কোন স্থানীয় সংখ্যার 30 দিন ধরে ২4 ঘণ্টা উপভোগ করতে পারবেন।  আরো পাশাপাশি, গ্রাহকরা 1 গিগাবাইট ইন্টারনেট পাবেন 7 দিন  +1 মিনিট 15 দিনের জন্য কোনও নেট এসএমএস। বিশেষ ট্যারিফের মেয়াদ শেষ হওয়ার পর, গ্রাহকরা মূল প্যাকেজ কল রেট উপভোগ করতে সক্ষম হবেন। বিশেষ নিম্ন ট্যারিফ উপভোগ করার সময়, অন্য নিম্ন ট্যারিফ অফার প্রযোজ্য হবে না।  বোনাস পরিমাণ, বোনাস মিনিট বা ইমারজেন্সি ব্যালেন্সের উপর কম ট্যারিফ প্রযোজ্য নয় এবং এটি প্রথমটি ব্যবহার করবেন। বোনাস ও বৈধতা পরীক্ষা করতে,  ডায়াল করুন * 121 * 1 * 2 # প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, যার ফলে গ্রাহকের জন্য 34 রিচার্জ অফার প্রযোজ্য হবে না।  প্রচারাভিযানের সময়, উল্লেখযোগ্য রিচার্জ পয়েন্ট (9 টাকা বা 34 টাকা) যোগ্য নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং অন্যান্য সকল গ্রাহকদের জন্য সীমিত থাকবে।  আরো ৯ টাকা রিচার্জ পয়েন্...