সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোষা পাখি উড়ে যাবে,একবার ভাবি নাই জীবনে।। বাংলা সুপার হিট বাউল গান ২০১৮



পোষা পাখি উড়ে যাবে,একবার ভাবি নাই
জীবনে
অতি সত্য কথা, সত্য ই এই প্রান পাখি একদিন দেহ
ছেড়ে চলে যাবে,এটি কোনো দিন ভাবি না।
বাউল হিট গান........

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ট্রেনিং শেষে বাংলাদেশ সেনাবাহিনীর শপথ বাক্ব পাট করে দেখুন

শপথঃ - ১ঃ আমি কে ? -আমি একজন গর্বিত সৈনিক। - আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায়, আমি সেখান থেকেই শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতা-মাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দূর্বার।  ২ঃ আমি কে ? - আমি একজন গর্বিত সৈনিক। - কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবেনা। কেউ আমার সক্ষমতাকে কোন সীমা দিয়ে আবদ্ধ করতে পারবেনা। আমার দৃঢ় আত্মবিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছুহটা এসব শব্দ আমার অভিধানে নেই। ব্যর্থতা, ভুল করার সংজ্ঞা আমি জানিনা। আমার হৃদয়ে দূর্বলতার কোন স্থান নেই। ৩ঃ আমি কে ? - আমি একজন গর্বিত সৈনিক। - আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। ঘাম, রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তাঁরা আমার পাশে থাকবে। আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবনা। আমি হাসিমুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবেনা।...

ফেসবুকেও নাই e বুকেও নাই।। exclusive dancing boys & girls music video

এক যোগেরও বেশি সময় পরে সাদ্দামের লাস তাজাই পাওয়া গেল

কবর থেকে উঠানো হলো সাদ্দাম হোসেনের লাশ। এতবছর পর একটুও বিকৃত হইনি।  সুবহানআল্লাহ  জালিমের ফাঁসিকাষ্ঠে নিহত ইরাকের প্রেসিডেন্ট লৌহমানব সাদ্দাম হোসেনের কবর পরিবর্তন করতে গিয়ে কবর থেকে উঠানোর পর দেখা গেল সাদ্দাম হোসাইনের দেহ সেই তাজাই রয়ে গেছে। শরীরের কোন অংশে কোন রকম পচন ধরে নাই। সুবহানআল্লাহ। শহীদদের দেহ কোন পোকা-মাকড় খেতে পারেনা।  এবং পচনও ধরে না। সাদ্দাম হোসেনের কবর উড়িয়ে দিল ইরাকি বাহিনী; লাশ গায়েব। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবরে ইরাকি সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে তা গুড়িয়ে দিয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না লাশও। ফ্রান্স ভিত্তিক একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরাকের তুকরিত শহরের আল ওয়াজা এলাকায় অবস্থিত সাদ্দাম হোসেনের কবরের ওপর বোমা হামলা হওয়ায় তা সম্পূর্ণ ধ্বংস হয়েগেছে। সাদ্দাম হোসেনের গোত্র আবু নসরের প্রধান শায়খ মানাফ আলী আন্ নাদা জানিয়েছেন, সাদ্দাম হোসেনের কবরের ছাদের ওপর কথিত সন্ত্রাসীদের লক্ষ্য করে বোমা হামলা চালায় ইরাকের বিমান বাহিনী।  এতে কবরস্থানটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এমনকি সেখানে সাদ্দাম হোসেনের লাশ...