রায়হানা বেগম শাহবাজপুর হাবলিপাড় মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। লালমিয়া পাড়ার টবু ডাক্তার বাড়ির মেয়ে রায়হানা বেগম, পিতা ইসলাম মিয়া।
13/03/2018 সকাল 9.00 টার সময় রায়হানা মাদ্রাসা যাওয়ার পথে শাহবাজপুর গ্রামের হাবলি পাড়ার মসজিদের চিপায় হটাৎ কামরুল নামের পশুটা লম্বা দাঁ নিয়ে ঝাপিয়ে পড়ে রায়হানার উপর এবং দু পায়ের রগ, দুটি পনা কেটে পেলে, তাছাড়া আরো অনেক জায়গায় এলোপাথারিভাবে কুপানো অবস্থায় চিৎকার শুনে হাবলি পাড়ার স্থানীয় লোকজন রায়হানাকে কামরুলের হাত থেকে উদ্ধার করে, ততক্ষণে কামরুল সব অস্র ফেলে পালিয়ে যায়।
রায়হানার ওপর হামলাকারি কামরুলের ফাঁসি চাই।।।
উল্লেখ্য :কামরুল পলায়নের সময় একটা বস্তা পেলে যায়-বস্তায় বিভীন্ন ধরনের ধারালো ছোট ছুড়ি ,বড় ছুড়ি ,রামদা, চাপাতি, টাসকাল সহ অনেক ধারালো অস্র ছিল।গোপনসূত্রে জানা যায় খুনি কামরুলের উদ্দেশ্য ছিল রায়হানাকে কেটে বস্তায় ভরে গুম করা। যে ছবিগুলো দেখানো সম্ভব তা দেয়া হল।
রায়হানাকে প্রথমে সদরে নিলে ডাক্তার ঢাকা সরওয়ার্দি রেফার করে কিন্তু সেখানেও রাখে নাই, বর্তমানে ইসলামি ব্যাংক হসপিটালে ICU চিকিৎসাদিন রয়েছে....অবস্থা খুবই খারাপ। সবার কাছে এই বোনের জন্যে দোয়া পার্থী। ।
খুনীর নাম: কামরুল
তার বাবার নাম : মবতালি
তার বড় ভাইয়ের নাম সাইনু
তার চাচার নাম মারফতালি
পূর্ব লালমিয়া পাড়া বাসিন্ধা কামরুল খুব শীগ্রই বিদেশ চলে যাবে।
যদি কোনো লোক তাকে দেখেন সঙ্গে সঙ্গে এই নাম্বারদ্বয়ে 01997572129/01757046918 ফোন করবেন। খুনী কামরুলকে ধরিয়ে দিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন