সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শিমু হত্যার গটনাবলি সম্পরকে

ছোট্ট শিমু, আমরা আমাদের কথা
রেখেছি!
বেলা প্রায় ৩ টা। দুপুরের খাবার খাচ্ছি।
একটা ফোন আসলো। রিসিভ করলাম,
ফোনের অপর প্রান্তে অফিসার ইনচার্জ,
মনোহরগঞ্জ। জানালেন, মনোহরগঞ্জের
উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা
গ্রামে ০৮ বছরের এক শিশু নৃশংস ভাবে খুন
হয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশ্যে
রওয়ানা হলাম। আধঘন্টার মধ্যে ঘটনা
স্থলের কাছাকাছি পৌঁছতেই দেখি
জনস্রোত; গন্তব্য বিলের মাঝখানে একটি
বাড়ি। বাড়িটি কৃষক সায়েদুল হকের।
চারদিকে সবুজ ধানক্ষেত; প্রশান্তির
সবুজ। অথচ এই বাড়িতে আজ অশান্তি আর
শোকের ছায়া! আলক্ষেত পেড়িয়ে
বাড়িতে যাই সাথে মনোহরগঞ্জ থানার
অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং
নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ সহ ফোর্স। বাড়িতে শত শত
মানুষের ভীড়। তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল
কর্ডন করা হলো। ০৮ বছরের শিশু শিমু
আক্তারের নিথর দেহ পড়ে আছে বাড়ির
আঙিনায়।
ওর বাবা নির্বাক হয়ে তাকিয়ে আছেন।
কথা বললাম। সহজ সরল মানুষ। অন্যের
জমিতে কাজ করেন। আজকেও যথারীতি
আরেকজনের জমিতে সার দিতে
গিয়েছিলেন শিমুকে বাড়িতে একা
রেখে। শিমুর বড় বোন মাদ্রাসায়
গিয়েছে। আর ওদের মা শিমুর ছোট বোন
আর ভাইকে নিয়ে সিলেটে আত্নীয়ের
বাড়ি বেড়াতে গেছেন। শিমু বাড়িতে
একা থাকা অবস্থায় অপরাধী/অপরাধীরা
শিমুকে ধর্ষণ পূর্বক হত্যা করে;
নৃশংসভাবে হত্যা! শিমুর বাবার সাথে
কথা বলে জানতে পারলাম, তার সাথে
কারো জায়গা সম্পত্তি/আর্থিক বা অন্য
কারণে কোন দ্বন্দ্ব নেই!
০৮ বছরের শিশু, প্রেম/প্রত্যাখ্যান কিংবা
পরকীয়া সংক্রান্ত কিছু হবার সুযোগ নেই!
তবে বটি দিয়ে ভয়াবহভাবে কুপিয়ে
মুখমণ্ডল বিকৃত করে ফেলা হয়েছে। মনে
হলো কেউ ক্ষোভের বশীভূত হয়ে এই নির্মম
কান্ডটি ঘটিয়েছে। পূর্ব পরিচিত কেউ
হবে হয়তো। ঘটনা স্থলের চারপাশটা
ভালো করে চোখ বুলিয়ে নিলাম । দুই
রুমের দো-চালা টিনের ঘরের যেখাটায়
শিমুর লাশ পাওয়া যায়, সেই জায়গাটা
এখনো রক্তে ভেসে যাচ্ছে; সারা
বাড়িতে রক্তের গন্ধ! দুটি রক্ত মাখা বটি
দা পড়ে আছে! আচ করতে পারলাম,
আসামী এটলিস্ট দুই! নিহত শিমুর বাবা/
বোনের সাথে কথা বলে বুঝলাম ওরা
কাউকে সন্দেহ করছে না। সায়েদুল হক
বললো, স্যার, আমি নিরীহ মানুষ; আমার
কোন শত্রু নেই । মনে মনে বললাম, পাষন্ড
অপরাধীরা কি আর এসব বুঝে!!
বিলের মাঝখানে খালি বাড়ি। বাড়িতে
শিশুকে একা পেয়ে পরিচিত কোন পাষণ্ড
এই কাজ করতে পারে এই ভাবনায়
জিজ্ঞেস করলাম আপনাদের বাড়িতে
আপনার আত্নীয় স্বজন সহ নিয়মিত আসা
যাওয়া করেন কারা? তিনি বললেন, তেমন
কেউ আসে না।
একটু দূরে গিয়ে, স্থানীয় একজনের সাথে
কথা বললাম। জানতে চাইলাম এখানে
আশেপাশে ধান ক্ষেতে পানি দিতে এসে
এই বাড়িতে বিশ্রাম নিতে কেউ আসতো
কি না? কিংবা এখানে কারা বেশি
বেশি আসতো। একজন বললো, হামজা
নামের একজন গতকাল আসছিলো দেখেছি

হামজা সম্পর্কে নিহত শিমুর দূর সম্পর্কীয়
মামা। তাদের বাড়ি থেকে একটু দূরে
শ্যালো মেশিন চালায়। হামজাকে
ঘটনাস্থলেই পেলাম। তাকে ডাকলাম, কথা
বললাম। কথাবার্তায় স্বাভাবিক মনে
হলো। বললো, স্যার আমার বোনের বাড়ি।
আমি পাশেই মেশিন চালাই । এখানে আসি
। একটু সন্দেহ হলো। কিন্তু, বুঝতে দিলাম
না। তখন,আমরা ওর বাবাকে আবারো
জিজ্ঞেস্ করলাম আপনার বাড়িতে
ইদানিং আজ- কাল কারা কারা এসেছে
একটু মনে করে বলুন। তখন, পাশে দাঁড়ানো
তার বড় মেয়ে বললো এক চটপটি ওয়ালা
গতকাল এসে ঘুরঘুর করেছে ।
একথা শোনার পর, স্থানীয় বিশ্বস্ত
লোকের মাধ্যমে খবর নিলাম । নাম বাচ্চু
মিয়া, এই গ্রামেই বাড়ি। জানলাম, লোক
সুবিধার না। দুজন, অফিসার পাঠিয়ে খবর
নিলাম সেই চটপটিওয়ালা এখন কোথায়
আছে। জানতে পারলাম, প্রতিদিন এই
সময়ে (বিকেল ৫ টা) সে স্টেশনে চটপটি
বিক্রি করতে আসলেও আজ এখনো আসেনি
। সন্দেহ বাড়লো ! তাকে
জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তদন্
কেন্দ্রে নিয়ে যেতে বলে আমরাও ম্যুভ
করলাম! তদন্ত কেন্দ্রে গিয়ে দেখলাম
মাঝবয়সী এক ব্যাক্তি, এক হারা গড়নের ।
চেহারায় বিরক্তি, ভয় আর অতি লোক
দেখানো কনফিডেন্স পড়া যাচ্ছে। তাকে
বলতে দিলাম সে গত তিনদিন কোথায়,
কখন, কি করেছে, কার সাথে ছিলো। বলে
গেলো। পুনরায় জিজ্ঞেস করলাম টাইম
ওয়াইজ! এবার প্যাচ লাগিয়ে ফেললো!
গড়মিল লক্ষ্য করলাম! সে যে গতকাল এ
বাড়িতে এসেছিলো এই বিষয়টিও এড়িয়ে
যায়! একটু থতমত খেলেও তার গলার জোর
কমেনি! এমনটা হয়,আগেও দেখেছি!
সে কখন কি করেছে, সাথে কে ছিলো তা
ভেরিফাই করার জন্য তার বাড়িতে,
পরিবার/সংশ্লিষ্টদের সাথে কথা বলার
জন্য দুজন অফিসার পাঠালাম। ঘরের
পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য
বললাম। আমি আর ওসি, মনোহরগঞ্জ ওর
কাপড় চোপড় মনোযোগ দিয়ে দেখছিলাম।
দুজনের মুখেই একটু হাসি ফুটে ঊঠলো।
আমরা কেনো হাসছি, এটা বোধকরি
অভিযুক্ত বাচ্চু বুঝে ফেলেছে। আমরা কিছু
জিজ্ঞেস করার আগেই বলে উঠলো, না
স্যার এটা লোহার দাগ। বুঝলাম, এই
জিনিসের আই কিউ ধারণার অনেক
উর্ধ্বে।
আসলে ওর শার্টের নিচের অংশ খানিকটা
ভেজা আর রক্তের মতো লালচে দাগ
ছিলো! যাই হোক,ওকে একটু সহজ হবার
সুযোগ দিয়ে এটা ওটা জানছি । এমন সময়
দুই অফিসার ফিরে এসে জানালো, স্যার
ওর কথার সাথে সংশ্লিষ্টদের কথার ৯০%
মিল আছে। মনে মনে বললাম, এই ১০% ই তো
শুভঙ্করের ফাকি।এই ঘটনা ঘটতে ৩০ মিনিট
যথেষ্ট! প্যাচ তো একটা আছে।
ওর হাত,পা,ঘাড়,গলা এবং শার্টের অন্যান্য
জায়গা আবারো দেখলাম। দেখলাম
হাতের আঙুল একটু কাটা। ফ্রেশ কাটা, দুই
তিন ঘন্টা বয়সি কাটা! বলার আগেই বাচ্চু
বলে ফেললো স্যার, রডে লেগে কেটে
গেছে।
বুঝলাম,,,,, । চোখে ভেসে ঊঠল একটি সহজ
সরল বাবার নিস্পাপ শিশুকে কুপিয়ে হত্যা
করছে মানুষরূপী পশু!
তারপর, বাকিটা সময়ের ব্যাপার মাত্র!
একটু সময় নিয়েছে আর কি! সে অপরাধ
স্বীকার করল। ঘটনায় জড়িত আরো একজন।
হ্যা, সেই হামজা। এতক্ষন সে আমাদের
নজরদারির মধ্যে ছিলো। এখন
গ্রেপ্তারের পালা। গ্রেপ্তারকৃত হামজা
বেশি সময় নেয়নি। পুরো ঘটনা বর্ণণা
করলো। তাদের দুইজনের টার্গেট ছিলো
নিহত শিমুর মাদ্রাসায় পড়া বড় বোন।
খালি বাড়িতে তাকে না পেয়ে পাশবিক
অত্যাচার চালায় ছোট্ট শিমুর ওপর।
অপরাধীদের চিনে ফেলায় ওকে নির্মম
ভাবে কুপিয়ে হত্যা করে! দুই মাঝবয়সী
জন্তু কুপিয়ে অবুঝ শিশুটির মুখমণ্ডল বিকৃত
করে ফেলে। এমন পাশবিকতা আর
হিংস্রতার ব্যাখ্যা কি?? লালসা(?) নাকি
সাইকোসিস!! এই ০৮ বছরের শিশু;ছোট্ট
শিমুর চাঞ্চল্যকর হত্যার বিচার
নিশ্চিতকল্পে আমরা আমাদের সর্বোচ্চটুকু
দেয়ার চেষ্টা করেছি। মনোহরগঞ্জ
বাসীকে কথা দিয়েছিলাম খুব দ্রুত আমরা
এর রহস্য উদঘাটন করবো।
কুমিল্লা জেলা
পুলিশের উর্ধ্বতন স্যারদের মূল্যবান
দিকনির্দেশনা ও টিম মনোহরগঞ্জের টিম
ওয়ার্কের ফলে ঘটনার মাত্র ৩৬ ঘন্টার
মধ্যে রহস্য উদঘাটিত, আলামত উদ্ধার ও
আসামী গ্রেপ্তারসহ স্বীকারোক্তি মূলক
জবানবন্দি নিশ্চিত হয়েছে।
ধন্যবাদ ঃ
টিম কুমিল্লার অভিভাবক
সম্মানিত পুলিশ সুপার স্যার সহ অন্যান্য
স্যারদের।
 ধন্যবাদঃ
অফিসার ইনচার্জ,
মনোহরগঞ্জ ও আইসি নাথেরপেটুয়াকে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেসবুকেও নাই e বুকেও নাই।। exclusive dancing boys & girls music video

এক যোগেরও বেশি সময় পরে সাদ্দামের লাস তাজাই পাওয়া গেল

কবর থেকে উঠানো হলো সাদ্দাম হোসেনের লাশ। এতবছর পর একটুও বিকৃত হইনি।  সুবহানআল্লাহ  জালিমের ফাঁসিকাষ্ঠে নিহত ইরাকের প্রেসিডেন্ট লৌহমানব সাদ্দাম হোসেনের কবর পরিবর্তন করতে গিয়ে কবর থেকে উঠানোর পর দেখা গেল সাদ্দাম হোসাইনের দেহ সেই তাজাই রয়ে গেছে। শরীরের কোন অংশে কোন রকম পচন ধরে নাই। সুবহানআল্লাহ। শহীদদের দেহ কোন পোকা-মাকড় খেতে পারেনা।  এবং পচনও ধরে না। সাদ্দাম হোসেনের কবর উড়িয়ে দিল ইরাকি বাহিনী; লাশ গায়েব। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবরে ইরাকি সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে তা গুড়িয়ে দিয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না লাশও। ফ্রান্স ভিত্তিক একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরাকের তুকরিত শহরের আল ওয়াজা এলাকায় অবস্থিত সাদ্দাম হোসেনের কবরের ওপর বোমা হামলা হওয়ায় তা সম্পূর্ণ ধ্বংস হয়েগেছে। সাদ্দাম হোসেনের গোত্র আবু নসরের প্রধান শায়খ মানাফ আলী আন্ নাদা জানিয়েছেন, সাদ্দাম হোসেনের কবরের ছাদের ওপর কথিত সন্ত্রাসীদের লক্ষ্য করে বোমা হামলা চালায় ইরাকের বিমান বাহিনী।  এতে কবরস্থানটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এমনকি সেখানে সাদ্দাম হোসেনের লাশ...

পুরাতন ৩৪টাকা নতুন ৯ টাকায় ১জিবি gp new offer today +9month +9gb unlimited use Internet

সম্মানিত গ্রাহক, gp তে ১ বছরের নতুন সংযোগ কারিরা পাচ্ছেন 34 টাকা রিচার্জ, গ্রাহকরা গ্রামীণফোন নাম্বারে, 0.5 টাকায় / দ্বিতীয় কল রেট এবং 1 টা শব্দ / + দ্বিতীয় কোন স্থানীয় সংখ্যার 30 দিন ধরে ২4 ঘণ্টা উপভোগ করতে পারবেন।  আরো পাশাপাশি, গ্রাহকরা 1 গিগাবাইট ইন্টারনেট পাবেন 7 দিন  +1 মিনিট 15 দিনের জন্য কোনও নেট এসএমএস। বিশেষ ট্যারিফের মেয়াদ শেষ হওয়ার পর, গ্রাহকরা মূল প্যাকেজ কল রেট উপভোগ করতে সক্ষম হবেন। বিশেষ নিম্ন ট্যারিফ উপভোগ করার সময়, অন্য নিম্ন ট্যারিফ অফার প্রযোজ্য হবে না।  বোনাস পরিমাণ, বোনাস মিনিট বা ইমারজেন্সি ব্যালেন্সের উপর কম ট্যারিফ প্রযোজ্য নয় এবং এটি প্রথমটি ব্যবহার করবেন। বোনাস ও বৈধতা পরীক্ষা করতে,  ডায়াল করুন * 121 * 1 * 2 # প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, যার ফলে গ্রাহকের জন্য 34 রিচার্জ অফার প্রযোজ্য হবে না।  প্রচারাভিযানের সময়, উল্লেখযোগ্য রিচার্জ পয়েন্ট (9 টাকা বা 34 টাকা) যোগ্য নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং অন্যান্য সকল গ্রাহকদের জন্য সীমিত থাকবে।  আরো ৯ টাকা রিচার্জ পয়েন্...