সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তিনমাস গালি শোনার পর বউ হিসেবে পেল পিয়াস মহিনি

মিতাইল গ্রামের মোগড়া পাড়ার ছেলে
তিন মাস একটা মেয়ের গালি শোনার পড়েও তাকে বিয়ে করে বউ বানালো

তাদের মাজে প্রথমে মোবাইলে ভুলে কল চলে গেএছি
মেয়ে:-কে আপনি?
ছেলে:-আমি
মেয়ে:-কাকে ফোন দিয়েছেন?
ছেলে:-সরি আমি ভুল নাম্বারে কল দিয়েছি.
মেয়ে:-ওকে,আর ফোন দিএন না,
লাইন "কাট".
:
ছেলে পরের দিন কল দিয়ে বসল..
মেয়ে:-এই ছাগল তোকে বলেছি না ফোন দিবি
না.."কাট"
ছেলে আবার কল দিল...
মেয়ে:-এই কূত্তার বাঁচ্চা ফোন দিলি কেন,"কাট"
_নাইম এভাবে একধারে ৩মাস বকা শুনল
সে কখনই মেয়েটাকে কিছুই বলেনি.
ছেলে আবার কল দিল.
মেয়ে:-এই ছাগলের বাঁচ্চা তরে এত বকা দেই তার
পরেও
ফোন দেস কেন,আসলে তোর জন্মের ঠিক
নাই
তোর মা তোর মা তোকে কিভাবে জন্ম দিছে
হ্যা.লাইন "কাট"
ছেলে:-এত বড় বকা শুনে দু চোখে পানি চলে
আসল.
তখন বলল মেডাম আমি ইচ্ছা করেই ৩মাস আপনার বকা
শুনেছি
শুধু
আপনার কণ্ঠটা শোনার জন্য
এত বড় বকা দিলেন আজও কিছু বলব না,শুধু
এটুকুই
বলব যে আপনার কণ্ঠটা অনেক সুন্দর.
লাইন "কাটুন"
_মেয়ে মাদ্রাসায় পড়ে ৩মাস পর হঠাৎ মানসির চাপে
পরে গেল মেয়েটি
ঠিকমত ঘুমাইনা খায়না কারো সাথে কথাও বলে না.
মাদ্রাসায় যাওয়া বন্ধ,তার কিছুই ভাল লাগে না.
শুধু এটাই ভাবে ছেলেটাকে এত বড় বকা দিলাম
একটু প্রতিবাদ ও করল না.
ছেলেটার কাছে ক্ষমা চাইতে হবে.
মেয়ে কল দিল কিন্তু ৬মাস হয়ে গেল ফোন
বন্ধ.
ছেলের জন্য তার মা বাবা বিয়ে ঠিক করেছে
রাত পোহালেই তার বিয়ে
হঠাৎ বন্ধ সিম চালু করতেই দেখে ৫
হাযারের ও বেশি মিসকল ঐ মেয়েটার.
২মিনিট পরেই মেয়েটির কল আসল
ছেলে:-হ্যালো.
_মেয়ে কাঁন্নার সুরে বলে
তুমি
কই ছিলা এতদিন?
ছেলে:-আমি কই ছিলাম তা জেনে
আপনার কি প্রয়োজন?
মেয়ে:-আমি তোমার কাছে ক্ষমা চাই
তুমি আমাকে ক্ষমা করে দাও
আমি তোমাকে ভালো বেসে ফেলেছি.
ছেলে:-তুমি ৩মাস বকা দিয়ে ভালোবেসেছো
আর আমি প্রথম বকা খেয়ে তোমাকে
ভালোবেসেছিলাম.
ঠিক আছে ক্ষমা করে দিব যদি তুমি
অামার বিয়েতে আসো.
মেয়ে:-কি করে আসব কাল তো আমারো বিয়ে.
,
বিয়ে শেষে বউ নিয়ে বাড়িতে আসল ছেলেটি.
বাসর রাতে যখন মেয়ের কাছে গিয়ে দেখে,
মেয়ে এত কাঁন্না করছে যার কোন সীমা নাই.
মেয়ে:-ওগো স্বামী আমার একটা
কথা
রাখবা

ছেলে:-বলো নিশ্চয় রাখব
মেয়ে:-আমি বিয়ের আগে একটা ছেলেকে
৩মাস বকা দিয়েছি
তার কাছে ক্ষমা চেয়ে আমি তোমার সাথে বাসর
করব
তুমি কি এই ইচ্ছেটা পূরণ করবে.
ছেলে:-ও আমার জান তুমি যাকে বকা
দিয়েছিলে
আমিই সেই ভাগ্যবান ছেলে
আমার মা বাবা যে
আমার
জন্য তোমাকে ঠিক করেছে
তা আমি
আগে জানতাম না.
দুজন দুজনের গলা জরিয়ে ধরল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সব জায়গায় সব কথা বলতে নেই,বলেছেন তো ফেঁসেছেন।

পুরাতন ৩৪টাকা নতুন ৯ টাকায় ১জিবি gp new offer today +9month +9gb unlimited use Internet

সম্মানিত গ্রাহক, gp তে ১ বছরের নতুন সংযোগ কারিরা পাচ্ছেন 34 টাকা রিচার্জ, গ্রাহকরা গ্রামীণফোন নাম্বারে, 0.5 টাকায় / দ্বিতীয় কল রেট এবং 1 টা শব্দ / + দ্বিতীয় কোন স্থানীয় সংখ্যার 30 দিন ধরে ২4 ঘণ্টা উপভোগ করতে পারবেন।  আরো পাশাপাশি, গ্রাহকরা 1 গিগাবাইট ইন্টারনেট পাবেন 7 দিন  +1 মিনিট 15 দিনের জন্য কোনও নেট এসএমএস। বিশেষ ট্যারিফের মেয়াদ শেষ হওয়ার পর, গ্রাহকরা মূল প্যাকেজ কল রেট উপভোগ করতে সক্ষম হবেন। বিশেষ নিম্ন ট্যারিফ উপভোগ করার সময়, অন্য নিম্ন ট্যারিফ অফার প্রযোজ্য হবে না।  বোনাস পরিমাণ, বোনাস মিনিট বা ইমারজেন্সি ব্যালেন্সের উপর কম ট্যারিফ প্রযোজ্য নয় এবং এটি প্রথমটি ব্যবহার করবেন। বোনাস ও বৈধতা পরীক্ষা করতে,  ডায়াল করুন * 121 * 1 * 2 # প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, যার ফলে গ্রাহকের জন্য 34 রিচার্জ অফার প্রযোজ্য হবে না।  প্রচারাভিযানের সময়, উল্লেখযোগ্য রিচার্জ পয়েন্ট (9 টাকা বা 34 টাকা) যোগ্য নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং অন্যান্য সকল গ্রাহকদের জন্য সীমিত থাকবে।  আরো ৯ টাকা রিচার্জ পয়েন্...

মাননীয় স্পিকার আব্দুল হামিদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন

1:   আব্দুল হামিদ  একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের  ২১ তম  রাষ্ট্রপতি। আব্দুল হামিদ  (জন্ম: ১ জানুয়ারি, ১৯৪৪) [২] তিনি নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে ২৫ জানুয়ারি, ২০০৯ সাল থেকে ২৪ এপ্রিল, ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। [৩] প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যুর ৬ দিন বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব কর্তব্য অধিকৃত অফিস ২০ মার্চ, ২০১৩ ২৪ মার্চ, ২০১৩ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বসূরী জিল্লুর রহমান জাতীয় সংসদের স্পিকার অফিসে ২৫ জানুয়ারি, ২০০৯ – ২৪ এপ্রিল, ২০১৩ পূর্বসূরী ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার উত্তরসূরী শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অফিসে ১৪ জুলাই, ১৯৯৬ – ১০ জুলাই, ২০০১ পূর্বসূরী এল. কে. সিদ্দিকী উত্তরসূরী মোঃ আখতার হামিদ সিদ্দিকী ব্যক্তিগত বিবরণ জন্ম ১ জানুয়ারি ১৯৪৪ (বয়স ৭৩) কামালপুর, মিটামইন, কিশোরগঞ্জ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) জাতীয়তা বাংলাদেশী Flag of Bangladesh.svg রাজনৈতিক দল আওয়ামী লীগ অন্যান্য রাজ...