সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন

আবদুল হামিদ প্রথম রাষ্ট্রপতি, যিনি টানা দ্বিতীয়
মেয়াদে দায়িত্ব পালন শুরু করলেন।

আজকে ২৪ এপ্রিল  ২০১৮

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদকে শপথ পড়ান
স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

ছবি:আব্দুল হামিদ।

 বঙ্গভবনে দ্বিতীয়
মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ
নিয়েছেন মো. আবদুল হামিদ।

 তিনি বাংলাদেশের
২১তম রাষ্ট্রপতি।


আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে আবদুল হামিদকে
শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন
চৌধুরী।


চিত্র ঃ শিরীন শারমিন চৌধুরী।

আবদুল হামিদই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি টানা
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু
করলেন।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
আবদুল হামিদ ছাড়া আরও ১৬ জন রাষ্ট্রপতি হিসেবে
দায়িত্ব পালন করেছেন।


শপথ পাঠের সময় আবদুল হামিদের পরনে ছিল
পাঞ্জাবি ও মুজিব কোট।


আজকের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, মন্ত্রিসভার
সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন
দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা
উপস্থিত ছিলেন।


শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব
মোহাম্মদ শফিউল আলম।



চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মো. আবদুল হামিদকে
পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা
করে নির্বাচন কমিশন।

 নির্বাচনে আবদুল হামিদের
কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।


এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম মেয়াদে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন
আবদুল হামিদ।


দ্বিতীয় মেয়াদে মো.আবদুল হামিদ রাষ্ট্রপতি
নির্বাচিত হওয়ায় আমাদের পেজের   পক্ষ
থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।



আব্দুল হামিদ সম্পর্কে আরো জানতে নিচে ক্লিক করোন

https://pkasadul.blogspot.com/2018/04/blog-post_78.html

 আরো জানতে..........


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সব জায়গায় সব কথা বলতে নেই,বলেছেন তো ফেঁসেছেন।

পুরাতন ৩৪টাকা নতুন ৯ টাকায় ১জিবি gp new offer today +9month +9gb unlimited use Internet

সম্মানিত গ্রাহক, gp তে ১ বছরের নতুন সংযোগ কারিরা পাচ্ছেন 34 টাকা রিচার্জ, গ্রাহকরা গ্রামীণফোন নাম্বারে, 0.5 টাকায় / দ্বিতীয় কল রেট এবং 1 টা শব্দ / + দ্বিতীয় কোন স্থানীয় সংখ্যার 30 দিন ধরে ২4 ঘণ্টা উপভোগ করতে পারবেন।  আরো পাশাপাশি, গ্রাহকরা 1 গিগাবাইট ইন্টারনেট পাবেন 7 দিন  +1 মিনিট 15 দিনের জন্য কোনও নেট এসএমএস। বিশেষ ট্যারিফের মেয়াদ শেষ হওয়ার পর, গ্রাহকরা মূল প্যাকেজ কল রেট উপভোগ করতে সক্ষম হবেন। বিশেষ নিম্ন ট্যারিফ উপভোগ করার সময়, অন্য নিম্ন ট্যারিফ অফার প্রযোজ্য হবে না।  বোনাস পরিমাণ, বোনাস মিনিট বা ইমারজেন্সি ব্যালেন্সের উপর কম ট্যারিফ প্রযোজ্য নয় এবং এটি প্রথমটি ব্যবহার করবেন। বোনাস ও বৈধতা পরীক্ষা করতে,  ডায়াল করুন * 121 * 1 * 2 # প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, যার ফলে গ্রাহকের জন্য 34 রিচার্জ অফার প্রযোজ্য হবে না।  প্রচারাভিযানের সময়, উল্লেখযোগ্য রিচার্জ পয়েন্ট (9 টাকা বা 34 টাকা) যোগ্য নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং অন্যান্য সকল গ্রাহকদের জন্য সীমিত থাকবে।  আরো ৯ টাকা রিচার্জ পয়েন্...

মাননীয় স্পিকার আব্দুল হামিদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন

1:   আব্দুল হামিদ  একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের  ২১ তম  রাষ্ট্রপতি। আব্দুল হামিদ  (জন্ম: ১ জানুয়ারি, ১৯৪৪) [২] তিনি নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে ২৫ জানুয়ারি, ২০০৯ সাল থেকে ২৪ এপ্রিল, ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। [৩] প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যুর ৬ দিন বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব কর্তব্য অধিকৃত অফিস ২০ মার্চ, ২০১৩ ২৪ মার্চ, ২০১৩ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বসূরী জিল্লুর রহমান জাতীয় সংসদের স্পিকার অফিসে ২৫ জানুয়ারি, ২০০৯ – ২৪ এপ্রিল, ২০১৩ পূর্বসূরী ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার উত্তরসূরী শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অফিসে ১৪ জুলাই, ১৯৯৬ – ১০ জুলাই, ২০০১ পূর্বসূরী এল. কে. সিদ্দিকী উত্তরসূরী মোঃ আখতার হামিদ সিদ্দিকী ব্যক্তিগত বিবরণ জন্ম ১ জানুয়ারি ১৯৪৪ (বয়স ৭৩) কামালপুর, মিটামইন, কিশোরগঞ্জ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) জাতীয়তা বাংলাদেশী Flag of Bangladesh.svg রাজনৈতিক দল আওয়ামী লীগ অন্যান্য রাজ...