অপহরণের ৩৩ দিন পর মুক্তিপেল মন্টি চাকমা ও
দয়াসোনা চাকমা। অপহরণকারী অপর চাকমা গ্রুপ
ইউপিডিএফ–গণতান্ত্রিকের সন্ত্রাসিরা দয়াসোনা
চাকমার বাবা বৃষধন চাকমা সহ অন্যান্য অভিভাবকদের
হাতে গতকাল সমর্পণ করে ঐ ২ তরুণিকে। কিন্তু
বিস্ময়করভাবে ঐ ২ তরুণির অভিভাবকরা কোন
অভিযোগ করেনি, তাদের মেয়েরা ৩৩ দিনে
ধর্ষিতা হয়েছে কিনা। কারণ তাদের প্রকাশ্যে
অপহরণ করেছিল বিবাদমান অপর চাকমা গ্রুপ।
এই দুই তরুণি
বাঙালি সেনা ও পাহাড়ের সাধারণ বাঙালিদের ভাগ্য এ
ক্ষেত্রে ভাল যে, ঐ মেয়ে দুটোকে
অপহরণ ও ধর্ষণের দায় বাঙালি সেনাদের উপর
আাসেনি। অথচ এ ঘটনার সাথে যদি বাঙালি সেনাদের
সামান্য সংশ্লিষ্টতা পাওয়া যেত (মানে যদি ওখানে তারা
কোন অপারেশনে যেত), তবে পাহাড় আর
ঢাকাতে উপজাতি ও তথাকথিত মানবতাবদীদের
প্লাকার্ড ব্যানারে সয়লাব হতো ঢাকার রাজপথ।
কিন্তু এখন তারা একদম চুপ, যেন চাকমা কর্তৃক
উপজাতি অপহরণ বৈধ এবং তখন চুপচাপ থাকাই
বাঞ্ছণীয়।
কাইতো বলা যা হচ্ছে
চাকমা কর্তৃক চাকমা তরুণি অবৈধভাবে অপহরণ ও ধর্ষিত
হলে চুপচাপ থাকা যেন বৈধ।
বড়ই বিস্ময়কর আমাদের এ মানবতার আন্দোলন।
আরো পেতে নিচে
এখন মন শান্ত করা একটা গান হবে কি আপনার জন্য তাহলে নিচে ক্লিক করুন↓
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন