সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

true love never die.সত্তিকারের ভালবাসা কখনও মরবেনা....

মেয়েটি অষ্টম শ্রেনীতে পড়তো,
আর ছেলেটি দশম শ্রেনীতে পড়তো
তখনই তাদের রিলেশন হয়,
দুইবছর যাবত সম্পর্ক খুব গভীর
হয়ে ওঠে,


এর পর মেয়েটি যখন দশম শ্রেনীতে
উর্ত্তীর্ন হয় তখন মেয়েটির মা-বাবা
মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্বান্ত নেয়,
কথাটি মেয়েটি ছেলেটিকে বলে
এখন কি করবা করো,
আমি তোমাকে ছাড়া বাঁচবো না,
ছেলেটি ও মেয়েটিকে সত্যিই ভালোবাসতো,
ছেলেটি কি করবে.?
ছেলেটির বড় ভাই একটা আছে সে ও
বিয়ে করে নাই,
এখন ছেলেটি বিয়ে করার প্রস্তাব দিবে
ক্যাম্নে..?
মা-বাবা কে বলবে ক্যাম্নে,
চরম টেনশনে পড়ে গেলো,
'
ছেলেটি নিজের মান-সম্মানের দিকে
না তাকিয়ে
মা-বাবা কে কান্না করে,
আকুতি-মিনতি করে বল্লো
মেয়েটি ও আমাকে ভালোবাসে,
আমি ও তাকে ভালোবাসি,
যদি আপনারা মেনে না নেন
আমাদের দুটি প্রান অকালে ঝরে যাবে,
আমরা আত্মহত্যা করবো,
এমন অবস্থা দেখে ছেলেটির
বাবা মা রাজি হলো,
ছেলেটির বাবা-মা ও এলাকার মেম্বার কে
নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে
মেয়েদের বাড়িতে যায়,
মেয়েটির বাবা কোন ভাবেই রাজি নই,
পরবর্তী তে থ্রেড দেয়
দ্বিতীবার বিয়ের কথা বল্লে আমি মামলা
করতে বাধ্য হবো,
সবার সামনে অপমান করে
ছেলেটির বাবা মা কে,
কয়েকদিন পর মেয়েটিকে
সৌদিআরব প্রবাসী একটা ছেলের
কাছে বিয়ে দিয়ে দেয়,
সুন্দরভাবে চলছে মেয়েটির সংসার,
মেয়েটির স্বামীর বিয়ের ৩মাস পর
ছুটি শেষ,
আবার সৌদিআরব চলে যায়,
যখন স্বামী বিদেশ যাচ্ছে তখন
মেয়েটির পেটে ২মাস ১৫দিন
দিনের সন্তানের গর্ভবতী মেয়েটি,
স্বামী সৌদিআরব যাওয়ার ১৫দিন পর
ওখানে স্বামী মারা যায়,,
একটি সড়ক দুর্ঘটনায়,
এ কি আর্তনাদ মেয়েটির,
একি হাহাকার,
স্বামীর মৃত্যুর ৪৫দিন
পর আগের সেই প্রিয়জনের সাথে দেখা
হলো,
মেয়েটি কাঁদতে কাঁদতে ছেলেটিকে কথাটি
বল্লো,
ছেলেটি ও কাঁদতে লাগলো কথা গুলো শুনে,
মেয়েটি ছেলেটিকে বল্লো তুমি কি
এখন ও আমায় মেনে নিবে আমায়.?
আমি ৫মাসের গর্ভবতী,
'
ছেলেটি কিছুক্ষণ চুপ করে উত্তর দিলো
তুমি ১টা সন্তান কেন ১০টা সন্তানের মা
হলেও আমি তোমাকে মেনে নিবো,
আমি তোমাকেই ভালোবাসি...
'
একেই বলে ভালোবাসা
একেই বলে কাছে আসা,
দৈয্য সহকারে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ,
গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন,
আপনাদের মন্তব্য লিখোন..............

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সব জায়গায় সব কথা বলতে নেই,বলেছেন তো ফেঁসেছেন।

পুরাতন ৩৪টাকা নতুন ৯ টাকায় ১জিবি gp new offer today +9month +9gb unlimited use Internet

সম্মানিত গ্রাহক, gp তে ১ বছরের নতুন সংযোগ কারিরা পাচ্ছেন 34 টাকা রিচার্জ, গ্রাহকরা গ্রামীণফোন নাম্বারে, 0.5 টাকায় / দ্বিতীয় কল রেট এবং 1 টা শব্দ / + দ্বিতীয় কোন স্থানীয় সংখ্যার 30 দিন ধরে ২4 ঘণ্টা উপভোগ করতে পারবেন।  আরো পাশাপাশি, গ্রাহকরা 1 গিগাবাইট ইন্টারনেট পাবেন 7 দিন  +1 মিনিট 15 দিনের জন্য কোনও নেট এসএমএস। বিশেষ ট্যারিফের মেয়াদ শেষ হওয়ার পর, গ্রাহকরা মূল প্যাকেজ কল রেট উপভোগ করতে সক্ষম হবেন। বিশেষ নিম্ন ট্যারিফ উপভোগ করার সময়, অন্য নিম্ন ট্যারিফ অফার প্রযোজ্য হবে না।  বোনাস পরিমাণ, বোনাস মিনিট বা ইমারজেন্সি ব্যালেন্সের উপর কম ট্যারিফ প্রযোজ্য নয় এবং এটি প্রথমটি ব্যবহার করবেন। বোনাস ও বৈধতা পরীক্ষা করতে,  ডায়াল করুন * 121 * 1 * 2 # প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, যার ফলে গ্রাহকের জন্য 34 রিচার্জ অফার প্রযোজ্য হবে না।  প্রচারাভিযানের সময়, উল্লেখযোগ্য রিচার্জ পয়েন্ট (9 টাকা বা 34 টাকা) যোগ্য নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং অন্যান্য সকল গ্রাহকদের জন্য সীমিত থাকবে।  আরো ৯ টাকা রিচার্জ পয়েন্...

মাননীয় স্পিকার আব্দুল হামিদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন

1:   আব্দুল হামিদ  একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের  ২১ তম  রাষ্ট্রপতি। আব্দুল হামিদ  (জন্ম: ১ জানুয়ারি, ১৯৪৪) [২] তিনি নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে ২৫ জানুয়ারি, ২০০৯ সাল থেকে ২৪ এপ্রিল, ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। [৩] প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যুর ৬ দিন বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব কর্তব্য অধিকৃত অফিস ২০ মার্চ, ২০১৩ ২৪ মার্চ, ২০১৩ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বসূরী জিল্লুর রহমান জাতীয় সংসদের স্পিকার অফিসে ২৫ জানুয়ারি, ২০০৯ – ২৪ এপ্রিল, ২০১৩ পূর্বসূরী ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার উত্তরসূরী শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অফিসে ১৪ জুলাই, ১৯৯৬ – ১০ জুলাই, ২০০১ পূর্বসূরী এল. কে. সিদ্দিকী উত্তরসূরী মোঃ আখতার হামিদ সিদ্দিকী ব্যক্তিগত বিবরণ জন্ম ১ জানুয়ারি ১৯৪৪ (বয়স ৭৩) কামালপুর, মিটামইন, কিশোরগঞ্জ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) জাতীয়তা বাংলাদেশী Flag of Bangladesh.svg রাজনৈতিক দল আওয়ামী লীগ অন্যান্য রাজ...