শপথঃ - ১ঃ আমি কে ? -আমি একজন গর্বিত সৈনিক। - আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায়, আমি সেখান থেকেই শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতা-মাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দূর্বার। ২ঃ আমি কে ? - আমি একজন গর্বিত সৈনিক। - কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবেনা। কেউ আমার সক্ষমতাকে কোন সীমা দিয়ে আবদ্ধ করতে পারবেনা। আমার দৃঢ় আত্মবিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছুহটা এসব শব্দ আমার অভিধানে নেই। ব্যর্থতা, ভুল করার সংজ্ঞা আমি জানিনা। আমার হৃদয়ে দূর্বলতার কোন স্থান নেই। ৩ঃ আমি কে ? - আমি একজন গর্বিত সৈনিক। - আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। ঘাম, রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তাঁরা আমার পাশে থাকবে। আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবনা। আমি হাসিমুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবেনা।...
জানা টা বড় না মানা টা বড়
Nice
উত্তরমুছুন