সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

rimjhim।। রিমজিম এ ধরাতে।। কণিকা।। bangla new song (2018)

গানটি শোনতে একটি ক্লিক করুন↓ rimjhim।।।  রিমজিম এ ধরাতে।।।  কণিকা।।।   bangla new song (2018)

রাজপুত্র মোশারপকে জোতার বারি দিলেন

 দেখুন মোশারপ করিমকে কিভাবে জুতার বারি দেওয়া হচ্ছে।।। ইউনিক ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন↓ ভাল লাগলে লাইক কমেন্ট এবং শেআর করবেন।

মানুষ কত বড় জানোয়ার তা এই ভিডিও না দেখলে কখনও বোজবেন না

জিবিত মানুষের হার্ট খুলে নিচ্ছে এটা কি ভাল মানুষের কাজ বলে মন বলে আপনাদের জানাবেন আর শেআর করে দেশবাশিকে দেখতে দিন প্লিজ।আপনার একটি শেআরে মানুষও সচেতন হবে।

খবর।। রেডিও ভাংগাচুড়া গাবা তেলচুড়ার বাবা।। হাসতে হাসতে দম বন্ধ

খবর।।   রেডিও ভাংগাচুড়া গাবা তেলচুড়ার বাবা।। হাসতে হাসতে দম বন্ধ।

মধু modhu

modhu।। মধু

একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে "কোটা সংস্কার আন্দোলন" বিষয়ে মতামতঃ

------------- --------------- --------------- --------------- -------- --- একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে "কোটা সংস্কার আন্দোলন" এর সাথে একাত্মতা প্রকাশ করছি। যখন নাতি-নাতনিদের জন্যও কোটা অ্যাড করেছিলো, তখনই আমার কাছে খারাপ লেগেছিলো বিষয়টা। আর বর্তমানে এটা ৩০% রাখার কোন যুক্তিকতা দেখি না। আমার মতে এটা বাদ দিয়ে ১০% রাখা যেতে পারে এবং নাতি-নাতনি এর অপশনটা বাদ দেয়া উচিৎ বলে মনে করি। তাছাড়া অন্যান্য কোটাও সংস্কার করা উচিৎ বলে মনে করি।  তবে যারা বলছেন কোটা একেবারেই তুলে দেয়া উচিৎ, তাদের সাথে আমার দ্বিমত আছে এবং তাদের জ্ঞানের অভাব আছে বলেও আমার মনে হয়। বিস্তারিত ব্যাখ্যা করতে যাচ্ছি না।  আর সরকারী চাকরিতে ঢুকার বয়স ৩৫ করার দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের সাথে কোন মতেই একমত হতে পারছি না। বরং আরো ২-১ বৎসর কমিয়ে দেয়া উচিৎ বলে আমার মনে হয়। কেননা একটা মানুষের জীবনে কিছু করার সবচেয়ে উত্তম বয়স হচ্ছে ২২ থেকে ৩০। আর এর মধ্যেই আমাদের দেশের অধিকাংশ তরুণ তরুণীরা সরকারী চাকরির পেছেনে ছুটে জীবনের এই গোল্ডেন সময়টাকে নষ্ট করেন।  সবশেষ কথা হচ্ছে, এই কোটা সংস্কার হলেই সবাই সরকারী চাকর...

সপ্তম শ্রেণীর ছাত্রী রায়হানার ওপর হামলাকারি কামরুল

রায়হানা বেগম শাহবাজপুর হাবলিপাড় মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। লালমিয়া পাড়ার টবু ডাক্তার বাড়ির মেয়ে রায়হানা বেগম, পিতা ইসলাম মিয়া। 13/03/2018 সকাল 9.00 টার সময় রায়হানা মাদ্রাসা যাওয়ার পথে শাহবাজপুর গ্রামের হাবলি পাড়ার মসজিদের চিপায় হটাৎ কামরুল নামের পশুটা লম্বা দাঁ নিয়ে ঝাপিয়ে পড়ে রায়হানার উপর এবং দু পায়ের রগ, দুটি পনা কেটে পেলে, তাছাড়া আরো অনেক জায়গায় এলোপাথারিভাবে কুপানো অবস্থায় চিৎকার শুনে হাবলি পাড়ার স্থানীয় লোকজন রায়হানাকে কামরুলের হাত থেকে উদ্ধার করে, ততক্ষণে কামরুল সব অস্র ফেলে পালিয়ে যায়। রায়হানার ওপর হামলাকারি কামরুলের ফাঁসি চাই।।। উল্লেখ্য :কামরুল পলায়নের সময় একটা বস্তা পেলে যায়-বস্তায় বিভীন্ন ধরনের ধারালো ছোট ছুড়ি ,বড় ছুড়ি ,রামদা, চাপাতি, টাসকাল সহ অনেক ধারালো অস্র ছিল।গোপনসূত্রে জানা যায় খুনি কামরুলের উদ্দেশ্য ছিল রায়হানাকে কেটে বস্তায় ভরে গুম করা। যে ছবিগুলো দেখানো সম্ভব তা দেয়া হল।  রায়হানাকে প্রথমে সদরে নিলে ডাক্তার ঢাকা সরওয়ার্দি রেফার করে কিন্তু সেখানেও রাখে নাই, বর্তমানে ইসলামি ব্যাংক হসপিটালে ICU চিকিৎসাদিন রয়েছে....অবস্থা খুবই খারাপ। সবা...

কর্মসংস্থান কোটার সংখ্যা অবশ্যই কমানো উচিত বল্লেন জোবাইদা নাসরীন

১৪ মার্চ ২০১৮, ১২:২৯ | সরকারি চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর দাবির পাশাপাশি সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে আজ ১৪ মার্চ সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  এই পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে কোটা ৫৬ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই সব পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা, কোটা-সুবিধা একাধিকবার ব্যবহার না করা। দাবিগুলো যৌক্তিক এবং সময়ের সঙ্গে সংগতিপূর্ণ। বাংলাদেশে সরকারি চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ নানা জায়গায় কোটাব্যবস্থা প্রচলিত আছে ৷  এই কোটাব্যবস্থার পেছনের কারণ হলো অনগ্রসর শ্রেণি বা অঞ্চলকে সামনে নিয়ে আসা। তাঁদের বাড়তি সুবিধা দিয়ে সমতাবিধানের লক্ষ্যে কোটার প্রবর্তন করা হয় স্বাধীনতার পরেই ৷ যেহেতু নারী, আদিবাসী, প্রতিবন্ধী-এরা সামাজিক কারণেই পিছিয়ে আছে, তাই তাদের এগিয়ে আনার জন্যই তাদের জন্য কোটার ব্যবস্থা...

ট্রেনিং শেষে বাংলাদেশ সেনাবাহিনীর শপথ বাক্ব পাট করে দেখুন

শপথঃ - ১ঃ আমি কে ? -আমি একজন গর্বিত সৈনিক। - আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায়, আমি সেখান থেকেই শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতা-মাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দূর্বার।  ২ঃ আমি কে ? - আমি একজন গর্বিত সৈনিক। - কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবেনা। কেউ আমার সক্ষমতাকে কোন সীমা দিয়ে আবদ্ধ করতে পারবেনা। আমার দৃঢ় আত্মবিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছুহটা এসব শব্দ আমার অভিধানে নেই। ব্যর্থতা, ভুল করার সংজ্ঞা আমি জানিনা। আমার হৃদয়ে দূর্বলতার কোন স্থান নেই। ৩ঃ আমি কে ? - আমি একজন গর্বিত সৈনিক। - আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। ঘাম, রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তাঁরা আমার পাশে থাকবে। আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবনা। আমি হাসিমুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবেনা।...

এ কেমন ভালবাসা আমি দেখলাম জামালপুরে / whAt is love they proved it

এ গটনাতে আমি পুরো আশ্চর্জ। এরা আসলে সত্ত ভালবেসেচিল বলেই নিজের জিবন দিতেও দিদ্বা করেনি। গটনাটি গটেচে আজ সকালে জামালপুর জেলায় মাদারগঞ্জ থানায় ঝাড়কাটা ব্রীজ সংলগ্ন। একটি ছেলে এবং একটি মেয়ে ফাসি দিয়ে তাদের প্রেমের কবর দিয়ে গেলো।

নেপালের কাঠমুন্ডুতে ইউ.এস বাংলার একটি বিমান বিধ্বস্ত

আমরা গভীরভাবে শোকাহত...... নেপালের কাঠমুন্ডুতে ইউ.এস বাংলার একটি বিমান ৭১  জন মোট (৩৪ জন বাংলাদেশী , ৩৩ জন নেপালি, ২ জন পাইলট ২জন ঃ এয়ার হোস্টেস) জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে ৫০ জনের মরদেহ উদ্ধার করেছে। শোকসপ্ত সকল পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন

ফাঁসির দড়ি গলায় পড়ার পরেও এমন হাঁসি মুখে থাকা পৃথিবীর ইতিহাসে বিরল। এই সেই ★হামজা বেনদেলাজ★ আমরা তার প্রতি ক্রিতগ্গ। যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাজে বিলিয়ে দেন! আদালতে তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন! আদালতে তার বক্তব্যঃ পরিস্কার ছিল-"আমি কোন পাপ করিনি, গরিবের পেঠ চাঁপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যংকে জমা রেখেছিল আমি তা গরিবের পেঠেই পৌঁছালাম, এটি অপরাধ? ★স্যালুট হামজা আপনাকেঃ আজীবন বিড়ালের মত বেঁচে থাকার চেয়ে, একটা দিন বাঘ হয়ে মৃত্যু বরণ করা উওম.... আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

শিমু হত্যার গটনাবলি সম্পরকে

ছোট্ট শিমু, আমরা আমাদের কথা রেখেছি! বেলা প্রায় ৩ টা। দুপুরের খাবার খাচ্ছি। একটা ফোন আসলো। রিসিভ করলাম, ফোনের অপর প্রান্তে অফিসার ইনচার্জ, মনোহরগঞ্জ। জানালেন, মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে ০৮ বছরের এক শিশু নৃশংস ভাবে খুন হয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হলাম। আধঘন্টার মধ্যে ঘটনা স্থলের কাছাকাছি পৌঁছতেই দেখি জনস্রোত; গন্তব্য বিলের মাঝখানে একটি বাড়ি। বাড়িটি কৃষক সায়েদুল হকের। চারদিকে সবুজ ধানক্ষেত; প্রশান্তির সবুজ। অথচ এই বাড়িতে আজ অশান্তি আর শোকের ছায়া! আলক্ষেত পেড়িয়ে বাড়িতে যাই সাথে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ ফোর্স। বাড়িতে শত শত মানুষের ভীড়। তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল কর্ডন করা হলো। ০৮ বছরের শিশু শিমু আক্তারের নিথর দেহ পড়ে আছে বাড়ির আঙিনায়। ওর বাবা নির্বাক হয়ে তাকিয়ে আছেন। কথা বললাম। সহজ সরল মানুষ। অন্যের জমিতে কাজ করেন। আজকেও যথারীতি আরেকজনের জমিতে সার দিতে গিয়েছিলেন শিমুকে বাড়িতে একা রেখে। শিমুর বড় বোন মাদ্রাসায় গিয়েছে। আর ওদের মা শিমুর ছোট বোন আর ভাই...

একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের সম্মাননা।

একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের সম্মাননা। ১৯৭৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের মধ্যে যাঁদের সম্মানিত করা হয়েছে, তাঁরা হলেন জহির রায়হান, ওবায়েদ উল হক, সৈয়দ শামসুল হক, আমজাদ হোসেন, হুমায়ূন আহমেদ, আলী মনসুর, সুভাষ দত্ত, আবদুল্লাহ আল মামুন, আবদুল জব্বার খান, গাজী মাজহারুল আনোয়ার, খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, অরূপ রতন চৌধুরী, কলিম শরাফী, এ টি এম শামসুজ্জামান, নাসির উদ্দীন ইউসুফ, সৈয়দ হাসান ইমাম, সাদেক খান, ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন। প্রয়াত পরিচালকদের পরিবারের সদস্যরা তথ্যমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।

৩২ জন রাশিয়ান সেনা নিহত হয়েছে। বিস্তারিত

গায়েবি হামলায় ৩২ জন রুশ সেনা নিহত সিরিয়ার উপকূলবর্তী শহর লাতাকিয়ায় একটি রুশ সামরিক বিমান বিদ্ধস্ত হয়েছে। ৩২ জন রাশিয়ান সেনা নিহত হয়েছে। সেনাগুলো সিরিয়ার মাটিতে বোমপিং করে মুসলমান হত্যা করার জন্য রাশিয়া থেকে নতুন চালান এসেছিলো ..... সিরিয়ার খেমিমিম নামক এলাকায় রাশিয়ান বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

barak ovama & His small black girl history

কালো করে একটা মেয়ে ছোট একটা জবের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। সব রেস্টুরেন্টের মালিক সোজা বলে দিচ্ছে, দেখো, আমাদের এখানে কোনো লোক লাগবে না। অন্য কোথাও যাও। কালো মেয়েটা হতাশ হয়ে অন্য রেস্টুেরেন্টে যায়। এভাবে একদিন জব পেয়ে গেলো এক রেস্টুরেন্টে। মালিক প্রথম দিনই তাকে বলে দিলো, কখনও দেরি করে আসা চলবে না। তাহলে চাকরি বাতিল। সবকিছু মাথায় রেখেই মেয়েটা কাজ করে যাচ্ছে রেস্টুরেন্টে। খাবারের অর্ডার নিচ্ছে, তারপর খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে। খাওয়া শেষ হওয়ার পর টেবিল পরিস্কার করছে। কাজের কিছু অদক্ষতায় বকাও খাচ্ছে প্রায় প্রতিদিন। কখনও হয়তো কোনো কাস্টমারের সামনে থেকে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে। কাস্টমার প্রচণ্ড রেগে নালিশ করেছে মালিকের কাছে। মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় মালিককে সরি বলে কোনোভাবে পার পেয়ে গেছে। গায়ের রঙ কালো বলে সম্ভবত রেস্টুরেন্টের অন্য ছেলেরা তাকে খুব একটা পাত্তাও দেয়নি কিংবা কোনোদিন তার সহকর্মীর জন্মদিনে তার বাসায় গেলো। কেক কাটার পর যে খাবার দেয়া হলো, সহকর্মী লক্ষ্য করে দেখলো কালো মেয়েটি সেটি এক...

this incident happened in dhaka city

আমিন। আল্লাহ্ আমাদের হেপাজতের মালিক।

আল্লাহ হুমমা আজিরনা মিনান্নার-নার হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করো আমিন

আল্লাহ হুমমা আজিরনা মিনান্নার-নার হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করো আমিন।

ইয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমিন

ইয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমিন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উওর দেওয়া হল

৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উওর দেওয়া হল যা আপনার আজীবন কাজে লাগবে.. . প্রশ্ন ও উত্তরঃ ১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৬৯ সালে। ২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৯৬ সালে। ৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ ভিনটন জি কার্ফ । ৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ? উত্তরঃ World Wide Web. ৫। প্রশ্নঃ WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি । . ৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন। ৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ । ৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে? উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় ) ৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? উত্তরঃ ডট কম । ১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ? উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে । . ১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ? উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ও...

জেনে নিন কোন দেশের টাকার নাম কি

➺বাংলাদেশ→টাকা। ➺পাকিস্তান→রুপী। ➺ভারত→রুপী। ➺শ্রীলংকা→রুপী। ➺নেপাল→রুপী। ➺রাশিয়া→রুবল। ➺চীন→ইউয়ান। ➺জাপান→ইয়েন। ➺সিঙ্গাপুর→ডলার। ➺মালয়েশিয়া→রিংগিট। ➺মার্কিন যুক্তরাষ্ট্র→ডলার। ➺অষ্ট্রেলিয়া→অষ্ট্রেলিয়ান ডলার। ➺নিউজিল্যান্ড→ডলার। ➺হংকং→ডলার। ➺জিম্বাবুয়ে→ডলার। ➺কানাডা→কানাডিয়ান ডলার। ➺যুক্তরাজ্য→পাউন্ড। ➺মিশর→পাউন্ড। ➺লেবানন→পাউন্ড। ➺ইতালি→ইউরো। ➺স্পেন→ইউরো। ➺ফ্রান্স→ইউরো। ➺গ্রীস→ইউরো। ➺বেলজিয়াম→ইউরো। ➺ভ্যাটিক্যান→ইউরো। ➺পর্তুগাল→ইউরো। ➺নেদারল্যান্ড→ইউরো। ➺জার্মানি→ইউরো। ➺সৌদি আরব→রিয়াল। ➺ইরান→রিয়াল। ➺ওমান→রিয়াল। ➺ব্রাজিল→ব্রাজিলিয়ান রিয়াল। ➺কাতার→রিয়াল। ➺ইরাক→দিনার। ➺কুয়েত→দিনার। ➺জর্ডান→দিনার। ➺লিবিয়া→দিনার। ➺আর্জেন্টিনা→পেসো। ➺চিলি→পেসো। ➺কিউবা→পেসো। ➺উত্তর কোরিয়া→ওয়ান। ➺দক্ষিন কোরিয়া→ওয়ান। ➺কেনিয়া→শিলিং। ➺সুইজারল্যান্ড→ফ্রাংক। ➺দক্ষিন আফ্রিকা→র্যা ন্ড। ➺ভুটান→গুলট্রাম। ➺মায়ানমার→কিয়াট। ➺আফগানিস্তান→আফগানী। ➺ইসরাইল→শেকেল। ➺মরিসাস→রুপী। ➺ভিয়েতনাম→ডং। ➺থাইল্যা...

All the phones important codes of the Android

> All the important codes of the Android phone :- * # 06 # - IMEI Number * 2767 * 3855 # - Factory Reset Code (All data on the phone will be deleted) * # * # 4636 # * # * - Phone and battery information * # * # 273282 * 255 * 663282 * # * # * - Back up all media files * # * # 197328640 # * # * - Service Test Mode * # * # 1111 # * # * - FTA Software Version * # * # 1234 # * # * - PDA and firmware version * # * # 232339 # * # * - WirelessLAN test code * # * # 0842 # * # * - Backlight and Vibration Test Code * # 12580 * 369 # - Software and hardware information * # * # 2664 # * # * - Touchscreen Test Code * # 9900 # - System dump mode * # 9090 # - Diagnostic Configuration * # * # 34971539 # * # * -Camera Information * # 872564 # - USB Login Control * # 301279 # - HSDPA / HSUPA Control Menu * # 7465625 # - Phone lock status * # * # 7780 # * # * - Factory restore settings, all system data including Google account will be deleted * 2767 * 3855 # - All in...

সরকারি নিয়োগ চাকরিতে কোটা বিরোধিতার যুক্তি

সরকারি নিয়োগ চাকরিতে কোটা বিরোধিতার যুক্তি আসিফ নজরুল ০৪ মার্চ ২০১৮, ১১:৫৮ | আসিফ নজরুলআমাদের সংবিধানে আছে, মানুষে- মানুষে বৈষম্য করা যাবে না। নারী-পুরুষে বৈষম্য করা যাবে না, ধর্ম-বর্ণভেদে করা যাবে না। আমাদের সংবিধানপ্রণেতারা জন্মস্থানভেদে বৈষম্যও নিষিদ্ধ করে গেছেন। সে অনুযায়ী, দেশের কোনো বিশেষ জেলায় জন্মস্থান হলে কেউ বাড়তি সুবিধা পেলে তা হবে অন্যদের জন্য বৈষম্য। সংবিধান অবশ্য কিছু ক্ষেত্রে অনগ্রসর (সংবিধানের ভাষায় পশ্চাৎপদ) মানুষের জন্য রাষ্ট্রকে বিশেষ পদক্ষেপ নিতে বলেছে। যেমন নারীদের জন্য সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা। তবে সেটিও বলেছে নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ তাঁদের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত। অথচ বাস্তব অবস্থা ভিন্ন। আমাদের দেশে সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা আছে এমন বহু মানুষের জন্য, যাঁরা কোনোভাবেই অনগ্রসর মানুষ হিসেবে বিবেচিত হতে পারেন না। এই কোটাও আবার এত বেশি হারে (মোট চাকরির ৫৫ শতাংশ), যার নজির কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোটা নিয়ে তাই মাঝে মাঝেই বিক্ষুব্ধ হয়ে ওঠে এ দেশের তরুণ সমাজে। নানান যুক্তি দেখিয়...