ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামের মোঃ নুরুল হক হাওলাদার এর নাতনী মোঃ আঃ খালেক খানের একমাত্র মেয়ে রাখি মনিকে গত ২৯শে এপ্রিল রবিবার সকালে গলায় ফাঁস অবস্থায় ঘরের পাশের লকোট গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে রাজাপুর থানার পুলিশ এসে তার মৃত্য দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এখনো কোন সঠিক তথ্য পাওয়া যায় নি রাখি মনির হত্যার। আমার জানা মতে রাখি মনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলো,মাত্র ১১ বছর বয়সে রাখি মনিকে নর পশুদের হাতে প্রান দিতে হলো। রাখি মনির হত্যা কারি যেই হোক না কেন সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারিকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার জন্য রাজাপুর থানার ওসি সাহেব কে অনুরোধ করছি,এই ঘটনা কাহারো সঠিক ভাবে জানা থাকলে সুষ্ঠ তদন্তের স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহয়তা করার জন্য অনুরোধ করছি, কারন,আজ রাখি মনি নয়, হতে পারতো আপনার আমার সন্তান তাহলে আপনার আমার কতটা খারাপ লাগতো, তাই আমার অনুরোধ রাখি মনির মত আর কারো প্রান দিতে না হয়। ...
জানা টা বড় না মানা টা বড়